অবসর জীবন নাই উপার্জন আছি বেশ;
নাই কাজ খই ভাজ সময় হাতে অশেষ।
বাসায় থাকি মাত্র দু'জন আমি আর বউ;
সারাদিন টিভি দেখা আর চলে ঘেউ ঘেউ।
বাড়েনা এক টাকা আয় দ্রব্যমূল্য লাফায়;
ব্যবসায়ীর পোয়াবার যাহা চায় তাই পায়;
পকেট গড়ের মাঠ কেমনে চলে ঠাটবাট।
বিছানায় পড়ে থাকি মনে হয় মরা কাঠ।


অবসর জীবন নাই উপার্জন আছি বেশ;
অশেষ শুকরিয়া খোদা দিছে সুন্দর দেশ।
ফ্রিতে মিলবে দূষণ বেশি করে হাওয়া খান;
শব্দের গতি ভীষণ মনে হয় যাবে বুঝি জান।
একটা ডিম তের টাকা খায় তা পোলাপান;
ডিমে কোলেস্টেরল বুড়ো-বুড়ির যাবে জান।
চালের কেজি নব্বই টাকা পকেটটা ফাঁকা;
কদিন পরই বন্ধ হয়ে যাবে সংসারের চাকা।

অবসর জীবন নাই উপার্জন আছি বেশ;
ডাইবেটিক উচ্চ রক্তচাপ রহমত অশেষ।
নেই চাল ডাল কম্বল ঔষধই এখন সম্বল;
ট্যাপে আসে দূষিত পানি চোখে নোনা জল।
পিউরিফায়ারে বিশুদ্ধ করে খেতে হয় পানি;
লিটার প্রতি খরচ এক টাকা নিয়েছি মানি।
এভাবে চলবে কদিন জানে শুধু বিধাতা;
তাইতো তার পায়েই ঠেকিয়ে চলছি মাথা।


এভাবে একদিন জীবনটা হয়ে যাবে শেষ;
অবসর জীবন নাই উপার্জন আছি বেশ;
তারিখ: ০৭ ০৮-২০২৩ ইং;