বাড়েনি আয়, দ্রব্যমূল্য আকাশচুম্বী,
বেহাল জীবন; চলছে গিন্নির হম্বিতম্বি।
যানজটে ক্ষয়ে যায় সময়, পুড়ে তেল;
কোন কাজ হয়না সময়মত, সদা ভয়।
রাস্তায় বের হলে, কার্বন আর সিসা;
মাথার ব্যথায় অস্থির, ভুলে যাই দিসা।
তবু ভাবি, একদিন ঠিকই আসবে সুদিন;
এ স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কাটছে দিন।


স্কুলে পড়া নেই, কোচিং সেন্টারে ভীড়;
শিক্ষার সমস্যাটা ক্রমেই হচ্ছে গভীর।
হাসপাতালে দালালের সদা আনাগোনা;
ক্লিনিকের রমরমা ব্যবসা, নেই সীমানা।
দূর্ণীতিতে ছেয়ে গেছে, গোটা দেশটা;
এটা উত্তোরনের, কার নেই কোন চেষ্টা।
তবু ভাবি, একদিন ঠিকই আসবে সুদিন;
এ স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কাটছে দিন।


ক্রমে ক্রমে যাচ্ছে ভেঙ্গে, যৌথ পরিবার;
বৃদ্ধ-বৃদ্ধাদের এখন কেউ নেই, দেখবার।
তরুণ তরুণীদের বেহায়াপনা সীমাহীন;
আজ প্রেম, কাল ব্রেক-আপ, এটা ফ্যাশন।
লক্ষ লক্ষ বেকার ঘুরছে আজ, পথে পথে;
চাকরি দেয়ার নেই কেউ, তাদের হাতে।
তবু ভাবি, একদিন ঠিকই আসবে সুদিন;
এ স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কাটছে দিন।
          তারিখঃ ১৫-১২-২০২২ ইং;