পৃথিবীর সেরা যোদ্ধা, মোঙ্গল বীর চেঙ্গিস খান;
তিনি মঙ্গোলিয়ান জাতির পিতা; জাতির মান।
ইউরোপ, এশিয়া, ভারত, চীন মিলে রাজ্য তার;
প্রায় এক কোটি বর্গ কিলোমিটার, আয়তন যার।


এ দখলে তিনি করেছেন চার কোটি মানুষ ধ্বংস;
যা তত্‍কালীন পৃথিবীর জনসংখ্যার এগার অংশ।
মারভ, বেইজিং, সমরখন্দের মত জনবহুল শহর;
মাটির সাথে দিয়েছিল মিশে, মোঙ্গল সেনা বহর।


তুর্কমেনিস্তানের উরগেঞ্জ, সেকালের বড় শহর;
বার লক্ষ জনের বাস, ধ্বংস করে মোঙ্গল বহর।
পঞ্চাশ হাজার সৈন্যকে দেয়া হয়েছিল নির্দেশ;
জনপ্রতি চব্বিশ জনতাকে, করতেই হবে শেষ।    


চেঙ্গিসের নাতি হালাকু, বাগদাদ করেছিল ধ্বংস;
আঠারো লাখ মানুষ, হয়েছিল এ শিকারের অংশ।
টাইগ্রিস নদীর পানি, রক্তে হয়েছিল লালে লাল;
দুনিয়া আঁতকে উঠেছিল, দেখে বাগদাদের হাল।


মোঘল বাদশাদের কারণে আরও গেছে কত প্রাণ?
ইতিহাসের পাতা খুঁজলেই, পাবে তোমরা সে জ্ঞান।
ইউরেশিয়া, আফ্রিকা, আমেরিকা, সকল স্থানে;
সব যুদ্ধে দূর্বলের উপর সবল অত্যাচার হানে।