প্রতিটা যুদ্ধেই কোটি কোটি মানুষ গিয়াছে মারা।
পৌরানিক কাল থেকেই চলে আসছে এ ধারা;
কুরুক্ষেত্রে অনুষ্ঠিত হলো যুদ্ধ, জ্ঞাতি ভ্রাতার;
মাত্র আঠারো দিনের যুদ্ধে, পরেছিল হাহাকার।


ভারতের সব রাজা-মহারাজ, এ যুদ্ধে পক্ষ নেয়;
কত মানুষ মরেছে, সঠিক সংখ্যা কেহ নাহি দেয়।
অভিমন্নু, কর্ণ, ভীষ্ম সহ যুদ্ধে লাখ প্রাণ বিসর্জন;
যুদ্ধ পর পঞ্চপান্ডব সহ, বাঁচে মাত্র আঠারো জন।


ভীষণ এ রণে পাণ্ডবদের সত্যি হয়েছিল জয়;
ব্যাপক হতাহত, আর সম্পদ ক্ষয়ের বিনিময়।
এ জয়ের পরও তাদের হৃদয়ে ব্যথা জমে রয়;
আত্মশুদ্ধির তরে, সবে মিলে যায় হিমালয়।


হেলেন তরে, ট্রয় যুদ্ধ চলেছিল দশ বছর ধরে;
এ যুদ্ধের বিভিষীকায়, ব্যাপক মানুষ যায় মরে।
যুদ্ধের শুরু হলো, প্যারিসের হেলেন অপহরণে;
আগুনে ভস্মীভূত হয় ট্রয় নগর, এই মহা রণে।


যুদ্ধের আসল কারণ, দেবরাজ জিউসের মূর্খতা;
তবে দশ বছরের এ যুদ্ধে নিঃস্ব নগরীর জনতা।
তারা হারিয়ে ফেলে ধন, মান, গৃহ, আপন জন;
যুদ্ধ শেষে যারা ফিরে, তাদেরও ব্যথাতুর মন।


রাম রাবণের যুদ্ধে, সোনার লঙ্কা পুরে ছারখার;
দেবতাদের সাথে, অসুরের যুদ্ধ হয়েছে বারবার।
যুদ্ধে কখনও দেবতা, কখনও অসুরের জয়;
হার জিত্‍ রাজার হয়; জনতার সদা পরাজয়।


চীনের প্রাচীর, মানুষ কর্তৃক সৃষ্ট বৃহত্তম স্থাপনা;
এটা তৈরীর কারণ আত্মরক্ষা, তা সবার জানা।
বর্তমান ডলারের হিসাবে, খরচ কয়েক ট্রিলিয়ন;
এটা অপচয়, এ টাকায় করা যেত জীবন উন্নয়ন।