.
              (সূচনা পর্ব; পর্ব - ১)


যুদ্ধ ধ্বংসের প্রতীক, প্রমাণিত তা' বার বার;
যুদ্ধের কারণে হয়েছে বিনাশ, লাখ সভ্যতার।
প্রাগৈতিহাসিক থেকে; রাশিয়া-ইউক্রেন যুদ্ধ;
প্রতিটায় লক্ষ লক্ষ প্রাণের ক্ষয়ে মানুষ ক্ষুব্ধ।
  
প্রাণের সাথে সাথে ধ্বংস হয়েছে জনপদ, সম্পদ;
পিছিয়ে গিয়েছে সভ্যতার চাকা, বেড়েছে বিপদ।
কোটি শিশু হয়েছে এতিম, স্বামী হারিয়েছে নারী;
সন্তানহারা মায়ের শোকে, বাতাস হয়েছে ভারী।


(এটা পাঁচ পর্বের একটি কবিতা। আজ প্রথম পর্ব প্রচার করা হলো। পাঠকদের ভাল লাগলে ক্রমে বাকী পর্বগুলো প্রকাশ করার ইচ্ছা আছে। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ )