আলেকজান্ডার দা গ্রেট; একজন গ্রীক মহাবীর;
রাজ্য তার, আড্রিয়াটিক সাগর থেকে সিন্ধু তীর,
মিসর, পারস্য হয়ে ভারত আসেন বিজয়ী বেশে;
সেনা চাপে ক্ষান্ত দিয়ে রাজ্য জয়, ফিরেন দেশে।


মহাবীর আলেকজান্ডার, মহান বলে যার পরিচয়;
তারও তরবারি লাখও মানুষের রক্তে, রঞ্জিত হয়।
তিনিও করেন ধ্বংস কত জনপদ, তা' সবে জানে;
তার অবসান ঘটে, নিজ লোকের দেয়া বিষ পানে।


নিরানববই ভাই আর পাঁচ শ' মন্ত্রীরে করে হত্যা;
অশোক দা গ্রেট হয়েছিলেন সিংহাসনের কর্তা।
এক লাখ দশ হাজার প্রাণ, কলিঙ্গ যুদ্ধের বলী;
আহত কয়েক লাখ, বল এ ক্ষয় কেমনে ভুলি।


লাল রক্তে রঞ্জিত হয়েছিল, দায়া নদির জল;
স্বজনের চোখের জলে পথ হয়েছিল পিছল।
রক্ত, মৃত্যু, লাশ দেখে অশোক নির্বাক হয়ে যান;
লাশ ডিঙিয়ে বৌদ্ধ ধর্ম করেন গ্রহণ, হন মহান।