সাফল্য চঞ্চলা হরিণী দেয় না ধরা স্বেচ্ছায়;
লুকিয়ে থাকে সে গাছের ছায়ায়।
তারে ধরতে গেলে করতে হবে জীবন পণ;
বাজি রাখতে হবে আপনার জীবন।  
এ দুনিয়া যারা পেয়েছেন সাফল্য;
দিতে  হয়েছে তাদের কঠিন মূল্য।
আত্মার শুদ্ধতা তরে তপস্যা করে সিদ্ধার্থ;
বার বছরের কঠোর তপস্যয় লভিল বৌদ্ধত্ব।


মুহাম্মদ (সঃ) হেরা গুহায় করেন কঠিন ধ্যান;
তবেই সন্তুষ্ট হয়ে আল্লাহ ওহী পাঠান।
তবুও সাফল্যের দেখা নাহি পায়;
জন্মভূমি ছেড়ে যেতে হয় তাঁকে মদিনায়।
সক্রেটিসকে হেমলক পানে দিতে হয় প্রাণ;
তবেই তিনি হতে পেরেছিলেন মহান।
চেঙ্গিস হালাকু মোগল আলেকজান্ডার;
জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন বারবার।


বিজ্ঞানীদের সুদীর্ঘ সময়ের গবেষণার ফসল;
আবিষ্কারের পথ হয়ে ওঠে উজ্জ্বল।
জীবনকে বাজি রেখেছিলেন কলম্বাস;
তাই উজ্জ্বল তার সাফল্যের ইতিহাস।
কঠোর সাধনায় উৎসর্গ করলেন যারা জীবন;
তাদেরই মানুষ শ্রদ্ধা ভরে করে স্মরণ।
কঠোর সাধনা বলে উজ্জ্বল তাদের নাম;
গুণীজন বলেন জীবনের অপর নাম সংগ্রাম।
তারিখ: ১৬-০৩-২০২৪ ইং;