জীবনের সাফল্য কি, রাজকীয় বাড়ি?
বিলাসী গাড়ি, না অনিন্দ্য সুন্দরী নারী!
বিপুল ব্যাংক ব্যালেন্স, নাকি ক্ষমতা;
প্রিয় জনের ভালবাসা, নাকি সততা!
বলা কঠিন, কি দিয়ে ভরবে কার মন?
তবে লক্ষ্য পূরণে থাকবে কঠোর পণ।
লেখাপড়ায় যদি তুমি, সুশিক্ষা পাও;
সিকিভাগ পেলে সাফল্য, জেনে নাও।
পড়ালেখায় যদি না হও তুমি সফল;
সিকিভাগ জীবন হয়ে যাবে বিফল।


জীবন সাথী হতে হবে মনের মতন;
বিপদে রবে তব পাশে, করবে যতন।
ভালবেসে ভরিয়ে দিবে তোমার জীবন;
আরো সিকিভাগ সাফল্য হলো পূরণ।
জীবন সাথীর প্রতি না থাকলে বিশ্বাস;
জীবনের অর্ধেকটাই হয়ে যাবে হতাশ।
যথাযোগ্য কর্মসংস্থান যদি নিশ্চিত হয়;
আরো সিকিভাগ, তুমি পেলে বিজয়।
করতে যদি না পার পরিমিত রোজগার;
বার আনাই ব্যর্থ; হিসাবটা কর এবার।


আসা যাওয়া নশ্বর দুনিয়ার খেলা;
এটা মেনেই ভাসাবে জীবন ভেলা।
রেখে যাওয়া কর্ম, আর বংশধর;
মৃত্যুর পরও মানুষকে করে অমর।
সন্তানকে করবে মানুষ, যোগ্য করে;
তোমার অবর্তমানে সেই তো ছত্র ধরে।
তোমার কাছে ছুটে আসবে সফলতা;
সবাই করবে কুর্নিশ, শুনবে কথা।
ষোলোকলায় পূর্ণ হবে জীবন খানা;
ব্যর্থতায় জীবন হবে মিছে, ষোল আনা।
      তারিখঃ ৩০-১১-২০২২ ইং;
              --------০০০--------


(কবি সুকুমার রায়ের "ষোল আনাই মিছে" কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়ে আমি এ কবিতা লিখেছি। সম্মানিত কবি সুকুমার রায়ের প্রতি কৃতজ্ঞ।)