শীতের বুড়ি কাঁপে থুড়থুড়ি;
চালিয়েছে আক্রমণ হতদরিদ্র বাড়ি।
দিবাকর ভয়ে থর থর,
লুকিয়ে আছে দরজা বন্ধ ঘর;
গত দু’দিন খোলিনি দ্বার।
শীতে থর থর কাপে বুড়ো হার।
বুড়ি করেছে হুকুম জারি;
সাপে ভেকে থাকে তাই এক বাড়ি।


হিমালয় খুলে দিয়েছে হিম শীতল দ্বার;
দিবস ঘনিয়ে রাতের আঁধার।
দৃষ্টি সীমায় কুয়াশার বাধা;
কৃষ্ণ দেহ সনে ঘনিষ্ঠ হয়েছে রাধা।
পশুপক্ষী হয়ে আছে আরষ্ট;
ঝরছে পত্র বাড়ছে বৃক্ষ কষ্ট।
কাঁপে থরথর বুড়ি দিবেনা ছাড়;
বুড়ির ভয়ে দিবাকার পাগার পাড়।  
তারিখ: ১১-০১-২৩ ইং;