একাত্তরের বীর যোদ্ধা আমি;
                      স্বাধীনতা এনেছি ছিনিয়ে।
রোধিতে হবে, শত্রুর অগ্রযাত্রা,
                 ব্রীজটা তাই, দিয়েছি উড়িয়ে।


রাজাকারের রাইফেল ছিনিয়ে নিয়ে,
                    তাদের বুক করেছি ঝাঁজরা।
শত্রু সেনার বুকের তাজা রক্তে,
                      রঞ্জিত করেছি দেহ, মোরা।


খান সেনাদের সাজানো এম্বুস,
                ছিন্নভিন্ন করে, করেছি নির্গমন।
মাথার উপর দিয়ে ছুটছে গুলি
                       করিনি কভু আত্মসমর্পণ।


আজি আমারই ঘরে, পুষ্প ছড়ানো
                পালঙ্কে, বসে আছে নীলাঞ্জনা।
ধীর পায়ে এগিয়ে গিয়ে দেখি,
                     সে যে আজ, রূপে অনন্যা।


ফিরে ফিরে চাই, সরে না দৃষ্টি,
              নীল চোখ, ডাকছে কাছে মোরে।
কমলার কোয়া ভেবে, ঠোঁট দু'টো
                তার, নিলাম আপন মুখে পুরে।


আর কিছু নাই, স্মরণে মোর,
               নিজ সত্তায় ফিরি, নিশি ভোরে।
দেখিলাম হায়, পরেছি বাঁধা
                 আমি, নিলাঞ্জনার বাহুডোরে।


ত্বরিত ভেবে চমকিয়ে উঠি,
             বীর যোদ্ধা, কেমনে ভাঙ্গিল পণ?
সাধারণ এক নারীর কাছে,
              অবশেষে, করিল আত্মসমর্পণ।
              তারিখঃ ০৫-১১-২০২২ ইং;
                ---------০০০---------