অস্ত্র কর সংবরণ হে মহাবীর;
বিজয়ের নেশায় নহে অস্থির।
অস্ত্র দিয়ে হয় না সব বিজয়;
এবার মেনে নাও পরাজয়।


কিছু কিছু পরাজয়ে গৌরব;
ভরিয়ে দেয় জীবনে সৌরব।
পুত্রের কাছে পিতার পরাজয়;
এ জগতে সবচেয়ে বড় বিজয়।


প্রিয়ার বাহুডোরে আত্মসমর্পণ;
জীবনের সবচেয়ে বড় অর্জন।
আত্মসমর্পণে নেই কাপুরুষতা;
আছে সুখের ছোঁয়া আর সততা।


এসো সবে মিলনের গান গাই;
হিংসা বিদ্বেষ সব ভুলে যাই।
নির্বাসনে পাঠাই তর্জন গর্জন;
প্রেমের কাছে করি আত্মসমর্পণ।
তারিখ ৩১-০৭-২০২৩ ইং