'বউ কথা কও' বলে কাঁদছে পাখি;
নিদ নেই চোখে, খোলা দুটি আঁখি।
সারাদিন সারারাত ডাকছে কাছে;
বউ বুঝি অভিমানে লুকিয়ে আছে।
নাকি বন্দী করে রেখেছে তারে;
হারিয়ে গেছে কি বনের আঁধারে?
নাকি নিষ্ঠুর শিকারির শরাঘাত;
কেড়ে নিয়েছে, করেছে প্রাণপাত।


কী গভীর ব্যথায়, ব্যথাতুর তার মন;
কেঁদেই কাটবে বুঝি সারাটা জীবন!
খুঁজে ফিরে সারা বেলা সাথীরে একা
পায় না খুঁজে তারে হয়না কভু দেখা।


তামাম প্রকৃতি কাঁদছে তার শোকে;
কী নিদারুন ব্যথা হায় প্রিয় বিয়োগে।
      তারিখ: ২৮-০৫-২০২৩ ইং;