যুগে যুগে তন্ত্রের হয়েছে পরিবর্তন;
মানব জীবনে হয়নি কোন উন্নয়ন।
গোত্রপতি থেকে উৎপত্তি রাজতন্ত্র;
তখন থেকে মানুষ হলো রাজ যন্ত্র।


হরণ হল মানুষের ব্যক্তি স্বাধীনতা;
চিরতরে হল বন্ধ মন খুলে কথা।
মানুষ হল রাজা মহারাজার দাস;
রাজার অবাধ্য হলেই গলায় ফাঁস।


প্রজার উপার্জনে ভরে রাজভান্ডার;
থাকে না ক্ষুন্নিবৃত্তির খাদ্য প্রজার।
দিবারাত্র খাটে প্রজা বারো মাস;
রাজা নিরুত্তাপ, রাজপ্রসাদে বাস।


এলো নতুন তন্ত্র, নাম দিল গণতন্ত্র;
গাল ভরা কথার বাহার, কত মন্ত্র।
রাজা নয় জনগণ ক্ষমতার মালিক;
কথার ফুলঝুড়ি, ধান খায় শালিক।


নির্বাচিত নেতা নিলো রাজার স্থান;
রাজার স্থলে চলে নেতার গুনোগান।
প্রজার আঁধার ঘরে জ্বলে না বাতি;
ক্ষুধায় কাঁদছে সন্তান, দিবস রাতি।
      তারিখ: ০৭-০৪-২০২৩ ইং;