পত্রিকায় সংবাদ, কিশোর গ্যাং-এর উত্থান;
শিউরে উঠি, এরা তো আমাদের সন্তান।
প্রশ্ন জাগে মনে;
এদের জন্ম এ সমাজে, নহে বনে।
এখন তো তাদের পড়ালেখা করার কথা;
তবে কি সমাজ ব্যবস্থা দিচ্ছে ভুল বারতা?


খুন হচ্ছে মানুষ, কিশোর গ্যাং-এর হাতে;
অপরাধীর যোগসূত্র তাদের সাথে।
ড্রাগের পরিবহন ও বিপণন;
তাদের মাধ্যমেই হচ্ছে সম্পাদন।
ক্রমে ক্রমে অপরাধের হচ্ছে বিস্তার;
এভাবে চলতে থাকলে, নেই কারো নিস্তার।


এরা আমাদের আত্মা, আমাদের সন্তান;
এটা জাতির জন্য মারাত্মক অপমান।
কেন তাদের এই দূর্মতি?
বিমুখ কেন তাদের উপর সরস্বতী?
কোথা থেকে হলো এর উৎপত্তি?
জরুরী ভিত্তিতে জানা দরকার, আসল সত্যি।


ব্যর্থতা যদি হয় আমাদের সমাজ ব্যবস্থার;
সমাজের পরিবর্তন দ্রুত দরকার।
যদি মাফিয়াদের কারবার;
জরুরী ব্যবস্থা নেবে সরকার।
যদি থাকে শিক্ষা ব্যবস্থায় ঘাটতি;
শিক্ষকদের মনোযোগ দিতে হবে বাড়তি।


সমাজতত্ত্ব ও মনস্তত্ত্ববিদের দৃষ্টি দরকার;
তারা সঠিক কারণ করবেন উদ্ধার।
ব্যর্থতার সুযোগ নাই;
ভবিষ্যতে সুস্থ প্রজন্ম দেখতে চাই।
শিক্ষক, প্রশাসক, রাজনীতিক, সমাজবিদ;
তারা সমাজ সভ্যতার ভীত।
সবাইকে কাজ করতে হবে একসাথে;
নইলে আগামী প্রজন্ম পড়বে ঘোরতর বিপদে।


সমাজকে নিতে হবে বিপথগামী কিশোরের ভার;
বিপদ থেকে তাদের করতে হবে উদ্ধার।
দ্রুততার সাথে খুঁজতে হবে উদ্ধারের উপায়;
পুনর্বাসন করতে হবে তাদের সমাজের মূলধারায়।
তারিখ: ১৯-০৫-২০২৩ ইং;