কিশোর বয়স আবেগে ভরা মন;
সুন্দরী মেয়ের প্রতি থাকে ভীষণ আকর্ষণ।
দেখলে একবার উতালা মন;
ভালোবেসে আদর করতে ইচ্ছে করে ভীষণ।
সিনেমার নায়িকা ছিল ববিতা;
তারে দেখে লিখলাম মস্ত একটা কবিতা।
ববিতারে যদি না পাই;
ব্যর্থ হয়ে যাবে আমার পুরো জীবনটাই।


নবম শ্রেণীতে পড়ে সখিনা আর ভোলা;
সখিনার জন্য ভোলা সদা উতলা।
ক্লাসে তাকিয়ে থাকে সখিনার পানে;
বন্ধুরা তারে জর্জরিত করে কথার বানে।
শিক্ষকের প্রশ্ন, আইনস্টাইনকে চেনো কিনা;
ভোলা বলে, চিনি ডাকনাম তার ছকিনা।
এই নিয়ে ক্লাসে হাসির রোল;
ছাত্র-শিক্ষক সবাই হাসে, ক্লাসে মস্ত গন্ডগোল।


একদিন ভোলা লিখল মস্ত বড় প্রেমপত্র;
সাথে দিলো অ্যালজেব্রার সূত্র।
পত্রখানা চুপিচুপি দিল সখিনার হাতে;
সখিনা রেগে গেল ভীষন তাতে।
পত্রখানা হেড স্যারের কাছে করল হস্তান্তর;
হেড স্যারের রুম থেকে ভোলার হল খবর।
ছাত্ররা সবাই করে হায় হায়;
এবার বুঝি ভোলার পিঠের চামড়া যায়।


হেড স্যার কারণ জানতে চায় পাত্রলেখার;
ভোলা দিল মোস্ত এক লেকচার।
প্রেম মানুষের জন্মগত অধিকার;
যার মাঝে নেই প্রেম, সে দুরাত্তা সীমার।
মহাজ্ঞানী মহাজন করে গেছেন প্রেমদান;
তাই তো আজও তারা মহান।
কথা শুনে হেড স্যার রেগে জান ভারী;
ভোলার পিঠে পড়ে সপাংসপাং বেতের বারি।


সেই থেকে ভোলার নাম 'প্রেম ভোলা';
তাই শুনে হেসে ওঠে ভোলার একমাত্র পোলা।
তারিখ: ২১-০৫-২০২৩ ইং;