আশ্বিনের শিশির সিক্ত প্রভাত বেলা;
নদীর তীরে বসে আছি আমি একেলা।
নদীর শান্ত জলে মাছ করছে খেলা;
জেলেদল ধরছে মাছ ভাসিয়ে ভেলা।
গরু নিয়ে যাচ্ছে রাখাল বাজিয়ে বাঁশি;
বাঁশি শুনে বধুর মন হলো উদাসী।
মাছরাঙা ডুব দিয়ে মাছ ধরে খায়;
শুশূকের ডিগবাজিতে মাছ পালায়।


ধান ক্ষেতে ঢেউ খেলে দক্ষিণা বাতাস;
শিল্পীর নিপুণ হাতে আঁকা ক্যানভাস।
গাঁয়ের মেঠো পথ শিউলী ফুলে ঢাকা;
ফুলেল অভ্যর্থনা হৃদয়ে রবে আঁকা।

শিশির বিন্দুর উপর সূর্যের আলো;
হীরক কণার ন্যায় করে ঝলোমলো।
তারিখঃ ১৫-০৮-২০২৩ ইং;