অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে দেশ;
অর্থনীতি বিশারদ বলছেন, বেশ বেশ।
বাড়ছে জাতীয় আয়, বাড়ছে উৎপাদন;
সংবাদ শুনে আনন্দে উদ্বেলিত হয় মন।


অর্থের সাথে দরকার মনের উন্নয়ন;
তবেই আনন্দে ভরবে মানুষের জীবন।
পত্রিকার পাতা খুললে দেখি ধর্ষণ;
গভীর ব্যথায় ভারাক্রান্ত হয় দেহ মন।


ঘুষ ছাড়া ঘুরছে না ফাইলের চাকা;
লুটপাট হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা।
তরুণ প্রজন্ম ভাসছে মাদকের নেশায়;
নিরুপায়  অভিভাবক, মাথা চাপড়ায়।


স্বার্থের জন্য ভাইয়ের হাতে ভাই খুন;
রাজনীতিতে সদা অবিশ্বাসের আগুন।
বৃদ্ধ পিতা-মাতাকে ফেলে রেখে ঘরে;
সন্তানের আলাদা গৃহে বাস, সুখের তরে।


রাস্তাঘাটে তারুণ্যের বেহায়া আচরণ;
আমাদের প্রেক্ষাপটে বড়ই অশোভন।
তরুণ সমাজের মোবাইল ফোন আসক্তি;
কমে যাচ্ছে ক্রমাগত তাদের শ্রদ্ধা ভক্তি।


জাগাতে হবে তারুণ্যের ঘুমন্ত শক্তি;
বাড়াতে হবে তাদের মধ্যে দেশ ভক্তি।
রুখতে হবে সমাজের নৈতিক অবক্ষয়;
তবেই ধরা দিবে সত্যিকারের বিজয়।
     তারিখ: ০৪-০৪-২০২৩ ইং;