চোখ বন্ধ নেই আলো চারদিক অন্ধ;
আহা কি আনন্দ লাগছে না মন্দ।
জীবনটা পূর্ণ সুন্দর ছন্দ;
কারো সাথে নেই আজ কোন দ্বন্দ্ব।
যদি পাও ঝামেলার গন্ধ;
চুপিচুপি চলে যাও চোখ দু’টো বন্ধ।


বিপদে পড়ে যদি কেউ সাহায্য চায়;
বোবা সেজে কথা বল ইশারায়।
শোনো না কথা এমনটা ভাব ধরো;
তাড়াতাড়ি দূরে সরে পড়ো।  
পরের ঝামেলায় জড়াবে না কভু;
জড়ালে তোমায় মাফ করবে না প্রভু।


বিবেক বেটা যদি করে বাড়াবাড়ি;
টুটি টিপে ধরো তাড়াতাড়ি।
এটা পারলেই তুমি হবে বুদ্ধিমান;
এ জগতে কেহ নহে তোমার সমান।
মহাপাপ হবে জড়ালে ঝামেলায়;  
এটাই ভালো থাকার মোক্ষম উপায়।
তারিখ: ২৬-০২-২০২৪ ইং;