সবার অন্তরে বসত করে একটা সুখ পাখি;
না করলে যত্ন পাখি দিবে ফাঁকি।
শূন্য খাঁচা রইবে পরে;
পাখি ফিরবে না ঘরে।
পাখির জন্য গড়তে হবে সোনার খাঁচা;
সেথায় পাখিটা বাঁধবে বাসা।
দেখতে চাইলে খুলতে হবে অন্তর আঁখি;
সবার অন্তরে বসত করে একটা সুখ পাখি।


পাখিটা যদি উড়াল দেয় খাঁচার বাঁধন ছিড়ে;
পাবেনা খুঁজে তারে জনতার ভিড়ে।
চারদিকে শুধুই আঁধার;
মিলবে দেখা কেমনে তার?
যে জন বুঝতে পারে পাখির মনের ভাষা;
পাখি তো সেথায় বাঁধে বাসা।
সুখ না দিলে সুখ পাখি দিবেই তো ফাঁকি;
সবার অন্তরে বসত করে একটা সুখ পাখি।
তারিখ: ১৯-০৩-২০২৪ ইং;