প্রযুক্তি এনেছে শিল্প ক্ষেত্রে বিশাল বিপ্লব;
স্বয়ংক্রিয়ভাবে চলছে কল কারখানা সব।
কায়িকশ্রম কমে গেছে এখন;
অল্প সময়ে হচ্ছে অনেক উৎপাদন।  
বৃদ্ধি পেয়েছে পণ্যের গুণগতমান;  
সাথে বৃদ্ধি পেয়েছে শ্রমিকের জীবনমান।
উৎপাদিত পণ্যের বিপণন;
প্রযুক্তির কল্যাণে হচ্ছে সহজ অর্জন।  
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।


সাহিত্য চর্চায় এসেছে গতি প্রযুক্তির কল্যাণে;
প্রকাশনা সহজ হয়েছে গুনে মানে।
ছাপানো ছাড়াও সাহিত্য পৌঁছায় ঘরে ঘরে;
সোশ্যাল মিডিয়ায় সহজে প্রকাশ করে।
সাহিত্য পাঠ সমালোচনা সংরক্ষণ;
প্রযুক্তির কল্যাণে হচ্ছে অর্জন।
ঘরে বসেই মানুষ অনেক কিছু করতে পারে;
ঘুরতে হয়না প্রকাশকের দ্বারে দ্বারে।
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।


প্রযুক্তির ছোঁয়ায় জীবনে এসেছে উন্নয়ন;
সহজ হয়েছে জীবন।
জীবনে এসেছে গতি এসেছে সাফল্য;
বেড়েছে জীবনের মূল্য।
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।  
তারিখঃ ১৭-০৮-২০২৩ ইং;