প্রযুক্তি উন্মুক্ত করেছে জীবনে সম্ভাবনার দ্বার;
বিদায় নিচ্ছে জীবনের অন্ধকার।
মানব জীবনে খুলে গেছে অনেক জট;
কাজ এখন হয়ে যাচ্ছে ঝটপট।  
কঠোর পরিশ্রম থেকে মানুষ এখন মুক্ত;
তাই নানা কাজের সাথে হচ্ছে যুক্ত।
জীবন এখন প্রচণ্ড গতিময়;
মানুষের মন থেকে সরে গেছে ভয়।  
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।  


মানুষ আগে বলদ দিয়ে করত জমি চাষ;
গরু আর মানুষ উভয়েরই নাভিশ্বাস।
এখন যন্ত্রের সাহায্যে চলে চাষ;
কৃষকের কষ্ট নাই শান্তিতে কাটে বার মাস।
গৃহবধূরা ঢেঁকিতে ভাংত ধান;
কষ্টে বেরিয়া যেতে চাইতো জান।
প্রযুক্তির ছোঁয়ায় কৃষাণ কৃষাণীর জীবন;
বদলে গেছে খুলে গেছে নতুন ভুবন।
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।


প্রযুক্তি দিয়েছে মানব জীবনে দুর্দান্ত গতি;
দূর পৃথিবী নিকট হয়েছে অতি।
ছয় মাসের পথ মর্দ একেই দিনে যায়;
সোনাভানের পুঁথি এখানে বাস্তবতা পায়।
কয়েক ঘন্টায় প্রশান্ত মহাসাগর দিচ্ছে পারি;
এসি গাড়িতে করে আনন্দে ফিরছে বাড়ি।
কায়ক্লেশ দূরে গেছে চলে;
প্রযুক্তির কল্যাণে পথের ক্লান্তি গেছে ভুলে।  
জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির জয়জয়কার;
প্রযুক্তির ছোঁয়ায় ঘুচে গেছে জীবনের আঁধার।