রঙ বদলাও তুমি ক্ষণে ক্ষণে;
দাওনা ধরা তুমি কোন জনে।
সমাজ সেবকের ভেষ নাও;
কখনও আবার ভৈরবী গাও।
সাথে নিয়ে চল দুর্ধর্ষ মাস্তান;
না দিলে চাঁদা, নাও জীবন।


আবার সাজ বামদের নেতা;
প্রলেতারিয়েতের ভাগ্যবিধাতা।
শ্রমিকদের উদ্ধার, তোমার ধর্ম;
ভাবখানা দিনরাত চলে এ কর্ম।
মার্কস লেনিন থাকে পকেটে;
কত বুদ্ধি আছে তোমার ঘটে।


সুযোগ পেলেই যাও যে ঢুকে,
সরকারি দলে; থাক মহা সুখে।
বাগাতে পার যদি মন্ত্রিত্ব একটা;
কাটবে সুখে আগামী জীবনটা।
অথবা জোটে যদি ঠিকাদারি;
তবুও আসবে কিছু টাকাকড়ি।


তুমিই দুনিয়ার সফল মানুষ!
টাকার নেশায় নেই কোন হুঁশ।
ধন্য তুমি ধন্য তোমার অভিনয়;
দেখে বারবনিতাও লজ্জা পায়।
সাবাস, একই অঙ্গে কত রূপ;
তোমায় দেখে গিরগিটিও চুপ।
  তারিখঃ ২১-১২-২০২২ ইং