শহরে নেই প্রকৃতির বিন্দুমাত্র ছোঁয়া;
খুঁজলেও পাবেনা প্রাকৃতিক হাওয়া।
চারদিকে বিষাক্ত গ্যাসের সমাহার;।
অক্সিজেন নাই কার্বন সীসার বাহার।


আছে ইট পাথরের বড় বড় দালাল;
দালানের আড়ালে ভালোবাসা ম্লান।
ভালোবাসা সে তো এখন বাতুলতা;
হাসির মাঝেও রয়ে যায় কৃত্রিমতা।
  
নিচ তলায় পড়ে আছে মানুষের লাশ;
দোতলায় চলছে হাসি গান উল্লাস।
কথার মাঝে পাবে না আন্তরিকতা;
সুযোগ পেলেই তারা মনে দিবে ব্যথা।


স্বার্থের কাছে বিকিয়ে দেয় ভালবাসা;
স্বার্থপরের কাছে নেই কোন  আশা।
সবার মাঝে অস্থিরতা আর ব্যস্ততা;
সময় নেই শুনবে তব দুঃখের কথা।  


ইট পাথরের চাপে চ্যাপটা সুকুমার বৃত্তি;
কেমনে পৌঁছাবে হৃদয়ে আর্তের আর্তি!
এটাই নগর জীবনের কঠিন বাস্তবতা;
মনের খবর পায়না খুঁজে স্বয়ং দেবতা।
        তারিখ: ১২-০৯-২০২৩ ইং;