.
    পাঁচ দিনের শৈত্য প্রবাহে থেমে ছিল জীবন;
            বন্ধ হয়েছিল পাখির কূজন।
    তীব্র শীতে উত্তরের জনপদের অভাবী মানুষ;
               হারিয়ে ফেলেছিল হুশ।
      জোটেনি  তাদের ভাগ্যে, শীতের কাপড়;
              শুধুই দূর্ভোগ তাদের উপর।
   তীব্র শীতে পথের শিশু আর বেওয়ারিশ কুকুর;
           কুন্ডলী পাকিয়ে ছিল, দিন দুপুর।


    অসার দেহ, তবু পত্রিকা ওয়ালার নেই বিশ্রাম;
             বিলায় পত্রিকা ভুলে আরাম।
         সব খবর পৌঁছায় সে, সবার ঘরে;
    তার খবর রয়ে যায়, সব মানুষের অগচরে।
    ক্ষুধার জ্বালা বড় জ্বালা, যায়না তারে ভোলা;
         তাইতো ধরে মাছ, জেলের পোলা।
            বুড়াবুড়ি সবাই পোয়ায় আগুন;
   আর সবাই মিলে খায় পান, দিয়ে সুপারি চুন।


     পাঁচ দিন পর অবশেষে হলো সূর্য্য দরশন;
                বন্ধ আজি উত্তরা পবন।
      অপসারিত হয়েছে ঘন কুয়াশার আবরণ;
                নাচিয়া উঠিল তনু মন।
        জীবনে আসিল ফিরিয়া খুশির শিহরণ;
           গাছে গাছে পাখিরা করছে কূজন;
           মাঝিরা গেয়ে যায় ভাটিয়ালী গান।
    প্রকৃতিতে এলো ফিরে, স্বাভাবিক জীবন মান।
              তারিখঃ ০২-০১-২০২৩ ইং;