ঘন কালো মেঘে ঢাকা দেশ;
জানিনা কোথায় এর শেষ!
হ্যারিকেন কি আসছে আবার?
দেশটাকে কি করবে সবার?
নাকি লক্ষ-কোটি পঙ্গপাল;
ধ্বংস করতে আসছে কপাল।
সাদা বুনো শুয়োরের দল;
কচুর লোভে করছে নানা ছল।


আটলান্টিকের ওপার থেকে;
উঠছে হুংকার থেকে থেকে।
কান পাতলে সোনা যায় গর্জন;
করবে নাকি এবার তারা বর্জন।
এটা বিপদের অশ্বিনী সংকেত;
নাকি ক্ষুদ্র একটা মতভেদ?
অর্থনীতির ভিত এখনো নয় সবল;
ঝগড়া বাদ দিয়ে দরকার কৌশল।


দেশে এখনো আছে মীর জাফর;
আরো আছে তাদের বংশধর।
সক্রিয় রাজবল্লব আমির চাঁদ;
ঘষিটি বেগম পাতবে ফাঁদ।
ফাঁদে যদি পর আটকা আবার;
দেশটা তখন হয়ে যাবে ছারখার।
চারিদিকে শূন্য ধূ ধূ ফাঁকা;
উল্টো দিকে ঘুরবে ইতিহাসের চাকা।
তারিখ: ০৯-০৬-২০২৩ ইং