দিকে দিকে দেখি মানবতার পরাজয়;
ক্ষতবিক্ষত হৃদয়।
একদিকে নিরন্ন মানুষেরা হাহাকার;
অন্যদিকে বিধ্বংসী অস্ত্রের সমাহার।
মিটছে না নিত্য প্রয়োজন;
চলছে অপচয়ের মহা আয়োজন।
উৎসৃষ্ট খাবার ফেলছে ডাস্টবিনে;
পথশিশু তাই ভক্ষণ করে অমৃত জ্ঞানে।


একদিকে গগন চুম্বী অট্টালিকার সারি;
অন্যদিকে গৃহহীন নরনারী।
নাম কেনার জন্য করে যাকাত বিতরণ;
যাকাত নিতে গিয়ে দরিদ্রের হয় মরণ।
মাদক করে মানুষের জীবন নাশ;
সেই ব্যবসায় একদলের কত উচ্ছ্বাস।
পিছুপা হয়না করতে মানুষ খুন;
পয়সার কাছে মূল্যহীন মানব জীবন।


দলবেঁধে নারীকে করা হচ্ছে ধর্ষণ;
তবু কেন হয়না গজব বর্ষণ!
পাচার করা হয় দেশ থেকে দেশান্তরে;
এতোটুকু করুণা নেই অন্তরে।
নির্বাক মানুষ দেখে মানবতার পরাজয়;
খোদার আরশ কাঁপে তবুও নেই ভয়।
মানুষত্ব আজ বন্দি কারাগারে;
মানবতার লাশ খুঁজতে হবে ভাগাড়ে।
তারিখ: ০৫-০৬-২০২৩ ইং;