প্রিয় ঢাকা! শুনতে কি পাও আমার কথা;
  দাও না কেন উত্তর কি তোমার ব্যথা?
       ইশারায় শুধাইল ঢাকা মোরে;
   কোন কথা প্রবেশ করছে না কর্ণকুহরে।
     গাড়ির হর্ণ বেজে চলে দিবস রজনী;
    কর্ণ কতক্ষণ সইবে, বল মোর সজনী!


   মোটর বাইক, রিক্সা সাবার আছে তাড়া;
         আগে গেলেই মিলবে ভাড়া।
        ধৈর্যের ধার ধারেনা কেউ আর;
    তারস্বরে একযোগে হর্ণ বাজছে সবার।
       ইট ভাঙ্গার মেশিনের শব্দে অস্থির;
     তাইতো কান দু'টি আজ আমার বধির।
            তারিখ: ০৬-০৫-২০২৩ ইং;