.         নিষ্ঠুর পৃথিবী ব্যর্থতার নেয় না ভার;
                ব্যর্থতাটুকু শুধুই আমার।
             সফলতার আছে বহু ভাগীদার;
          চিৎকার করে বলে আমিও অংশীদার।
            এমনকি ইতিহাসও নেয় না ভার;
                 তুগলক বড় প্রমাণ তার।
                    পৃথিবী বীর ভোগ্যা।
             পরাজিতকে সবাই করে অবজ্ঞা।


            বঙ্গবন্ধুর নেতৃত্ব হলো স্বাধীনতা;
           এটার কত অংশীদার কত বারতা।
             চুয়াত্তরের দুর্ভিক্ষ অংশীদার;
               দুনিয়া খুঁজে পাবে না আর।
              জুতা আবিষ্কারে মন্ত্রীর ভাষণ;
                  শুনলে হাসি পায় ভীষণ।
            সুখটুকু সবার মাঝে দুহাতে বিলাও;
          দুঃখটা নিজ বাক্সে সযত্নে রেখে দাও।
                 তারিখ: ০৭-০৬-২০২৩ ইং;


মাথায় আঘাত পেয়ে হাসপাতালে থাকতে হল। ফলে আমার প্রিয় বাংলা কবিতা প্ল্যাটফর্মে সেভাবে সক্রিয় থাকা সম্ভব হয়নি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক কবি বন্ধুরা আমার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করেছেন, তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা।
আশা করি এখন থেকে আবার আগের মতো সক্রিয় থাকতে পারব। সবাই ভাল থাকবেন আর বেশি বেশি করে লিখবেন এটাই কামনা করছি। আমিন।