.             মাঝে মাঝে হারিয়ে ফেলি বিশ্বাস।
               তখন মূল্যহীন লাগে সকল আশ্বাস।
                 সমাজ সভ্যতা এমনকি বিধাতা;
                       ভুলে যাই সবার কথা।
                       তমসায় ঢেকে যায় মন;
                     বহু দূরে সরে যায় প্রিয়জন।
                        বেসুরা বাজে মন বীণ;
                জীবনটা মনে হয় একেবারে মূল্যহীন।


                  খসে যায় বিশ্বাসের সব বুনিয়াদ;
           ভাইয়ের হাতে ভাই খুন বিশ্বাসের আর্তনাদ।
                 প্রেমিকের হাতে প্রেমিকার ধর্ষণ;
                 বিশ্বাসের ওপর যেন অগ্নি বর্ষণ।
                স্বামীর অবর্তমানে স্ত্রী হয় দ্বিচারিণী;
               দুর্বল হয়ে যায় বিশ্বাসের ভিত্তিখানী;
                এমনি হাজারও ঘটনায় বিক্ষিপ্ত মন;
               মনে হয় বিশ্বাসের হয়ে গেছে দাফন।


            একদিন সরে যায় কাল মেঘের আস্বাদন;
                   সোনালী সূর্যের হয় আগমন।
                  আলোকিত হয়ে যায় চারিধার;
               দূরে সরে যায়, মনের সকল আঁধার।
                    শান্ত মনে ভালো করে দেখি;
             ঘটনাগুলো অতি নগণ্য, যদিও নয় মেকী।
               নহে নতুন, বিশ্বাস ভঙ্গের আহাজারি;
          দুনিয়াতে এখনও বিশ্বাসের পাল্লা অনেক ভারী;
                   তারিখ: ১৮-০৪-২০২৩ ইং;