.             সং আর সার এ নিয়ে সংসার।
       রঙ মেখে সঙ সেজে চললেই সুখের কারবার।
             বউ চায় শাড়ি কৌশলে দাও ঝাড়ি।
        বল ওগো ললনা নহে ছলনা শীতে যাব মারী।
                    ছেলের চাই একটা বল;
             কঠিন অংক দিয়ে বল চাই ঠিক ফল।
                 বউ ছেলে ভুলে যাবে চাওয়া;
           স্বস্তিতে চলবে তোমার নাওয়া খাওয়া।
         বোকা সেজে বউয়ের প্রশংসায় হও পঞ্চমুখ।
        পড়শী ভাবীর দোষ খোঁজ নিশ্চয়ই আসবে সুখ।


               অফিসের বস যদি দেয় ঝাড়ি;
        তর্ক নয় বোকা বোকা হাসি দেবে তাড়াতাড়ি।
              তারীফ করো তার বুদ্ধির প্রখরতা;
          যদিও তিনি মস্ত গাধা নেই কোন দক্ষতা।
                আছে তার বিশাল একটা ভুঁড়ি;
         রুচিবোধের প্রশংসা কর বল নেই তার জুড়ি।
               আছে তোমার অনেক টাকা করি;
            অসহায় ভাব কর পর পুরাতন হাতঘড়ি।
             মিলবে 'সার' লাঘব হবে জীবন ভার।
          'সঙ' আর 'সার' মিলেমিশে  মধুর 'সংসার'।
                    তারিখ: ১৫-০৭-২০২৩ ইং;