.
              পিতা, তুমি মোর জন্মদাতা;
     আজন্ম তুমি আছ ধরে, আমার মাথায় ছাতা।
                    যতবার পড়েছি ঝড়ে;
     হিমালয় সম দাঁড়িয়ে, রেখেছ আড়াল করে।
      সেই শিশুকাল থেকে, করেছ লালন-পালন;
       বিধাতার পরে তোমরাই দিয়েছ এ জীবন।
               সামাল দিয়েছ সব ঝড়ঝঞ্ঝা;
        তারপরও করেছ পূরণ, সকল মনোবাঞ্ছা।


       আজকের এইযে আমি, তা তোমার দান;
  তোমার পরিচয়ে পরিচিত আমি, হয়েছি বলিয়ান।
            রোগে শোকে সদা থাক পাশে;
      তুমি মিশে আছ মোর প্রতিটা নিঃশ্বাসে।
    দিয়েছ মোদের নতুন পোশাক নানা পার্বণে;
   নিজে পরেছ পুরাতন, তবু খুশি থাক আপন মনে।
                তুমি ছিলে বর্ণ জ্ঞানহীন;
     আমারে ডাক্তার বানিয়ে তব উল্লাস সীমাহীন।


       তুমিই ছিলে মোর জীবনে প্রথম আদর্শ;
   আমার প্রাণ নাচিয়ে উঠে, পেলে তোমার স্পর্শ।
     আজকের আমি, তোমার আদর শাসনে গড়া;
      তোমার চোখেই প্রথম দেখেছিলেম এ ধরা।
               তুমি একা একা থাক দুরে;
   তবু বিঘ্ন ঘটাওনা আমার পরিবারের শান্তির সুরে।
        নিয়ত মোর ঋণের পাল্লায় বাড়ছে ভার;
   জানি জীবনে একবিন্দুও শোধিত পারিবনা তার।


          পিতা, এখন তুমি অসতিপর বৃদ্ধ;
       চলত্‍শক্তি তোমার আজ অনেকটাই রুদ্ধ।
            তবু এখনও তুমি ভরসার স্থল;
   বিপদে ও বুকে রাখলে মাথা, মনে আসে বল।
               নিয়েছি তোমার সবকিছু;
          তারপরও চাই, আরোও অনেককিছু।
                  না চাহিতে যদিও পাই;
      তারপরও বারে বারে তোমার আশিষ চাই।
                  তারিখঃ ২১-০১-২০২৩ ইং;