চারদিকে দেখছি অনেক অন্যায় অবিচার;
            ঘটছে অনেক অনৈতিক কারবার।
     পিতৃপুরুষের ভিটা ডেভলপার করছে দখল;
           বাঁধা দেব, কোথায় পাব সে বল?
       সরকারি অফিস ঘুষ ছাড়া নড়ে না ফাইল;
              দেখে-শুনে হয়ে যাই কাহিল।
               ইচ্ছা করে করতে প্রতিবাদ;
        শক্তি-সাধ্য কিছুই নাই আছে শুধু সাধ।


       মাদকের করাল গ্রাস ধুঁকছে যুবসমাজ;
        মাদক কারবারির সমাজপতির সাজ।
             সমাজ নেতা এখন মাস্তান;
      কথা না শুনলে করতে হবে জীবন দান।
          স্বল্প বাসনা নারীরা চলে রাস্তায়;
          ছেলে ছোকরা পিছন পিছন ধায়।
          নারী নির্যাতন প্রতিদিনের বিষয়
   বাঁধা দিতে ইচ্ছে হয় বাদ সাধে মনের ভয়।


       ভদ্রতা এখন অসহায়দের কারবার;
   সত্য লেখতে কবির কলম থামে বারবার।
       সেই এখন ভদ্র ক্ষমতা নেই যার।
   ফুটপাত দখলে হকার আর দোকানদার;
        সত্য কথা বলা এখন বাতুলতা;
      হারাতে হবে মাথা বললে সত্য কথা।
      সর্বত্র এখন চলছে পেশী শক্তির জয়;
অনেক কথা বলতে চাই বাঁধা হয়ে দাঁড়ায় ভয়।
          তারিখ: ০৮-০৬-২০২৩ ইং;