.          প্রথম যা কিছু এ দুনিয়া মাঝে;
        তাই সদা ক্ষণে ক্ষণে হৃদয়ে বাজে।
                 প্রথম খেলার সাথী;
           এখনো সদা খুঁজি পাতি পাতি।
                স্কুলে প্রথম পদার্পণ;
            কখনোই ভোলে না এ মন।
               কলেজের প্রথম দিন;
         হৃদয় মাঝে আজীবন বাজায় বীণ।


         প্রথম প্রেমের স্মৃতি যায় কি ভোলা?
       একটু সময় পেলে মনকে করে উতলা।
            সকাল সাঁঝে দোলা দেয় মনে;
       নিভৃতে কথা হয় হৃদয় পটে তার সনে।
            অধরে অধর রেখে প্রথম চুম্বন;
         কখনো কি ভোলা যাবে সে আকর্ষণ?
            বয়স বাড়ে বিদায় নেয় যৌবন;
         তবু প্রথম প্রেমের স্মৃতি ভুলে না মন।


       বাসর রাতের স্মৃতি কথা যায় কি ভোলা?
             মাঝে মাঝেই মনে দেয় দোলা।
             প্রথম সন্তানের প্রথম মুখ দর্শন;
          মনে হয় অনেক খরার পর বৃষ্টি বর্ষণ।
                     অফিসের প্রথম দিন;
           নীল খামে ভরা চিঠি মুখে আলপিন।
          প্রথম দিনগুলো শত স্মৃতি জাগানিয়া
        ভোলা নাহি যায় যতদিন বেঁচে থাকে দুনিয়া।
                  তারিখ: ১৭-০৮-২০২৩ ইং;