তিনি আমার খালার ভাই বাপের শালা;
সামলানো বড়ই কঠিন তার জ্বালা।
সারাদিন হাত কচলিয়ে বলে কথা;
তৈল মালিশ করেন যথা তথা।
কথার নেই কোন মুন্ডমাথা।
রোদ বৃষ্টি ছাড়া মাথায় ধরেন ছাতা।
বড়ই মিষ্টি পায়েস তুল্য তার কথা;  
গর্ধভকে বানান তিনি জাগ্রত ইষ্ট দেবতা।

নিজস্বার্থে মামা আমার খুব বেশি তৎপর;
কাজ ছাড়া এক দন্ড নেই তার অবসর।
লাফ দিয়া খুলে ধরেন গাড়ির দরজা;
কাজ দিলে তারে নেই কোন ভরসা।
যদি পান তিনি টাকার গন্ধ;
নাচতে থাকেন যদিও নেই কোন ছন্দ।
মাঝে মাঝে দেন সস্তা উপহার;
করেন জগৎ উদ্ধার খয়ের খাঁ নাম তার।
তারিখ: ১০-০৬-২০২৪ ইং;