নানা রঙে ফুলে ভরা, আমাদের দেশটা;
সাদা-কাল, লাল-নীলে, মিটে মনের তেষ্টা।
গোলাপ, করবী, শিউলি, বেলীর সুবাস;
বনে আর মনে আনে, বসন্তের আভাস।


মল্লিকা আর গন্ধরাজের সুমিষ্ট গন্ধে;
নাচে প্রাণ, জাগে মন, ভরে উঠে ছন্দে।
জাতীয় ফুল শাপলা ফুটে, বিল করে সাদা:
বাগান সাজায় ডালিয়া, জিনিয়া, গাঁদা।


বন আর বাগানে আরও ফোটে কত ফুল;
কৃষ্ণচূড়া, জেসমিন, করবী, টগর, বকুল।
বর্ষায় ফোটে কদম, লিলি, শাপলা, বকুল,
দোলনচাঁপা, সন্ধ্যামালতি আর ঘাসফুল।


পলাশ, কলাবতি, জুঁই, কেয়া, চামেলী,
করবী, জবা, কেয়া, টিউলিপ, বেলী,
আরো কত কত ফুলে, সুশোভিত ধরা;
হাসনাহেনা, চন্দ্রমল্লিকা, মাধবী ফুলে ভরা।
                                   ০৭-০৮-২০২২ ইং