অতীত, সে তো হারিয়ে গেছে জীবন থেকে;
রুধিরাক্ত হলেও ফেরাতে পারবে না ডেকে।
বর্তমান, তার নেই কোন ভিত;
এখন বর্তমান, মুহূর্ত পর তা' অতীত।
অতীত ঘেঁটে নষ্ট করো না সময়;
শোনো, উদ্যত কন্ঠে ভবিষ্যৎ ডাকছে তোমায়।


অতীতের ভিত্তির উপর ভবিষ্যতের পিলার;
কথাটা মনে রেখো বারবার।
অতীত সুখ স্মৃতি, জীবনের প্রেরণা;
সেখান থেকেই নিতে হবে প্রেষণা।
ব্যর্থতা থেকে নিতে হবে শিক্ষা;
মনে রেখো এটা জীবনের চরম দীক্ষা।


তারপর যা থাকে, তা শুধুই ভবিষ্যৎ;
এটাই তোমার চলার পথ।
এ পথ বহমান নদীর মত সামনে চলার;
উপায় নেই পেছনে ফিরে আসার।
নদী যেমন সাগর পানে চলছে বিরামহীন;
তেমনি চলতে হবে তোমায়, নিশিদিন।

সাঁঝের আগে পৌঁছাতে হবে সাগরে;
দ্রুত চলতে হবে, যতক্ষণ প্রাণ আছে ধরে।
তবেই তুমি হবে সফল;
পূর্ণ হবে তোমার কাঙ্খিত গোল।
আগামী প্রজন্ম দিবে স্থান, তাদের সভায়।
শোনো, উদ্যত কন্ঠে ভবিষ্যৎ ডাকছে তোমায়।
তারিখ: ৩০-০৪-২০২৩ ইং;