নদী একূল ভাঙ্গে ওকূল গড়ে;
কখনো নদী উত্তল হয় ঝড়ে।
দু'ধারে বিছায়ে দেয় এলোচুল;
বন্যায় ভাসিয়া দেয় দু'টি কুল।


এটাই বিশ্ব চরাচরে নদীর খেলা;
শান্ত নদী পাবেনা ভাসাতে ভেলা।
জীবন নদীরও নেই কুল কিনারা;
খুঁজে পাবে না সঠিক গতিধারা।  


কখনো শান্ত পরক্ষণে অশান্ত;
নদীর এই রূপে হবেনা  বিভ্রান্ত।
হবে না কভূ হতাশায় নিমজ্জিত;
মোকাবিলায় হতে হবে সজ্জিত।


কালো মেঘে ঢেকে আছে গগন;
মেঘ সরবে অপেক্ষা কিছুক্ষণ।
নিজ হাতেই তোমার ভাগ্য লেখা;
নিজেকেই বদলাতে হবে রেখা।


জীবনটা নহে কোন পুষ্প বিছানা;
নিশ্চয়ই তা আছে তোমার জানা।  
মনে রেখো জগতে তুমি একেলা;
দুনিয়া জুড়ে ভাঙ্গা গড়ার খেলা।  
তারিখ; ১৭-১০-২০২৩ ইং;