দুনিয়ায় চলছে সাধু আর শয়তানের খেলা;
      সাধু-শয়তান দু'দলের অনেক চ্যালা।
        সাধুর বেশে শয়তান দিচ্ছে ধোকা;
            জনগণকে বানাচ্ছে বোকা।
    কে সাধু আর কে শয়তান চেনা বড় দায়;
        না চিনে পড়তে হয় বেকায়দায়।
     তখন মাথা কুটে করতে হয় হায় হায়;
  শয়তানের কারিশমায় প্রাণ বুঝি যায় যায়।


  দুনিয়ায় চলছে সাধু আর শয়তানের খেলা;
    সাধু কোনঠাসা, ভাগ্যে জুটছে অবহেলা।
সাধু আর শয়তানের বেশভূষায় পার্থক্য নেই;
        কেমনে প্রকৃত সাধু খুঁজে পাই।
  শয়তানের খোঁজে শান্ত্রী-সেপাই নাজেহাল;
  শয়তানও তাদের সাথে চলে মিলিয়ে তাল।
            জনগণের দশা তো বেহাল।
'কে করবে তাদের রক্ষা কে ধরবে এবার হাল?


গ্রাম-গঞ্জ, মাঠঘাট, শহর-বন্দর, রাজ দরবার;
        সবখানে চলছে শয়তানের কারবার।
          শয়তান সবাইকে বানাচ্ছে বোকা;
  শয়তানের তেলেশমাতিতে সবাই খাচ্ছে ধোকা।
             সাধু তুমি হয়ে যাও সাবধান;
     নইলে শয়তানের কাছে হারাতে হবে জান।
       সাধুর বেশে ঘুরছে শয়তান সারা বেলা।
      দুনিয়ায় চলছে সাধু আর শয়তানের খেলা;
               তারিখ: ৩০-০৫-২০২৩ ইং;