লোভের পরাকাষ্ঠে হচ্ছে বলি;
রাজ দরবার থেকে অন্ধ গলি।
নিজ অবস্থানে নহে কেহ তুষ্ট;
আরো বেশি হতে চায় হৃষ্টপুষ্ট।


ন্যায় অন্যায়ের ধারে না ধার;
খুঁজে দেখেনা জিনিসটা কার।
সর্বগ্রাসী ক্ষুধার কাছে পদানত;
যত বেশি পায় চায় আরো তত।


লোভের আগুনে পুড়ে ছারখার;
যুদ্ধের দামামা বাজে বারবার।
পুড়ছে গাজা পুড়ছে ইউক্রেন;
তবুও থামছে না লোভের ট্রেন।


স্বর্গ মর্ত সব ছিনিয়া নিতে চায়;
দীনের ভিটেমাটি চিবিয়ে খায়।
রাজার লোভে প্রজা কষ্ট পায়;
লোভের পিপাসা মিটে না হায়।
তারিখ ১৬-০১-২০২৪ ইং;