ধরে না ঘুম মোটে;
এপাশ-ওপাশ করে রাত খানা যায় কেটে।
দু'চারটা ঘুমের বড়ি,
তবু ঘুম অধরা ভিড়ে না হৃদয়ের ঘাটে।
ব্যাংকে আছে টাকা কাড়িকাড়ি,
অভিজাত এলাকায় আছে বাড়ি আলিশান,
সারি সারি দামি দামি গাড়ি।
কত কত কারখানা জানা অজানা।
তবু সুখ দেয় না ধরা,
সে যে সোনার হরিণ ধরতে গেলে যায় পালিয়ে।


গ্যাস বেলুনের মতো ফুলানো বিশাল পেট,
টেবিলে সাজানো নানা ব্যঞ্জনা,
না না এসব খেতে মানা।
অপারেশন টেবিলে শুয়েছিল কয়েকবার।
হৃদয় পেট মগজে চলেছে ডাক্তারের ব্লেড।
রক্তে চিনি পেটে অম্বল-দুটি রুটি সম্বল।


ছেলে মেয়ে করে ঘোরাফেরা রঙিন দুনিয়া;
সময় কোথায় পিতার নিবে খোঁজ!
দাস দাসীর অভাব নেই।
গিন্নি পার্টিতে একা ঘরে তাই।
দেশে দশে বিশাল ক্ষমতা - সবাই রাখে কথা।
সুখের জ্বালায় অস্থির,
গুনছে দিন কবে আসবে সুখের নিদ!
তারিখ: ০৩-০৭-২০২৩ ইং;