নবজাতক মানব শিশু
           কেঁদে চলছে ডাষ্টবিনে;
উত্‍সূক জনতা দেখছে,
             নানা কথা নানাজনে।


কেউ বলছে এটা একটা
          জারজ, পাপের সন্তান;
কিন্তু সন্তানের কি দোষ,
    পাপ পূর্ণ বোঝেনা তার মন।


কান্না সইতে না পারি,
              এক নিঃসন্তান মাতা;
তারে কোলে তুলে নেয়,
             জড়িয়ে নকশি কাঁথা।


মৌলবী সাব হুঙ্কার ছাড়ে,
         সে কি হিন্দু না মুসলমান;
মাতা বলে, জানিনা সেটা,
              তবে সে মানব সন্তান।


মাতা কহে, আল্লাহর অলি;
           তারে দেখে কি মনে হয়;
মৌলবী কয়, কেমনে কহি,
           অবুঝ সন্তান চেনা দায়।


মাতা কহে, খোদার সৃষ্টি,
          নহে হিন্দু, নহে মুসলমান;
সৃষ্টির সেরা মানুব সন্তান,
        আমরাই করেছি বিভাজন।
      তারিখঃ ২৮-১২-২০২২ ইং