মানুষের জীবন কত যে তুচ্ছ,
                   বোঝা যায় হাসপাতাল ঘুরে;
অশীতিপর বৃদ্ধ দিব্বি বেঁচে যায়;
                  ছোট্ট শিশুটি লাশ হয়ে ফিরে।


রোগীর স্বজনদের হাহাকারে,
                আকাশ বাতাস হয়ে যায় ভারী;
ডাক্তার নার্সগণ নিরুত্তাপে,
                   ফিরে যায় নিজ নিজ বাড়ি।


বিধাতার সৃষ্টির মাঝে সেরা মানুষ,
                সকল ধর্মই দিয়েছে সে বারতা;
তাদের রোগ নিয়ে চলছে ব্যবসা,
                     এসব দেখে মনে পাই ব্যথা।

মানুষের বাঁচামরা বিধাতার লিখন;
               কেহই পারেনা তা করতে খন্ডন।
চিকিৎসক বিধাতার প্রতিনিধি;
                      করবে চিকিত্‍সা দিয়ে মন।


ডাক্তার আর নার্সের হতে হবে,
                     মানুষের জন্য নিবেদিত মন;
যদি তারা ব্যবসায়ী হয়ে যান;
                      বিপন্ন হবে মানুষের জীবন।
          তারিখ: ২৮-০২-২০২৩ ইং;