ক্ষুধার জ্বালা বড় জ্বালা, যায়না থাকা স্থির;
শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ, সবাই এক সমান।
ক্ষমা নেই কারো, রাজা-বাদশা, সাধু-ফকির।


ক্ষুধার জ্বালা বড় জ্বালা, যায়না থাকা স্থির;
মেটাতে জ্বালা পথশিশুর ডাস্টবিনে ভিড়।
উদয়-অস্ত খেটে প্রাণী করে খাদ্যে সংস্থান।


ক্ষুধার জ্বালা বড় জ্বালা, যায়না থাকা স্থির;
শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ, সবাই এক সমান।
         তারিখ: ২৮-০৫-২০২৩ ইং;


এটা আমার প্রথম ট্রায়োলেট লেখার চেষ্টা। হলো কিনা বুঝছি না।