.    উড়ছে ঘুড়ি আছে বাঁধা সুতায়;
         ঘুড়ি তুমি যাবে কোথায়?
     খুশিমনে ডিগবাজি দাও বারবার;
        উপায় নেই কোথাও যাবার।
     এঁকে দেয়া আছে তোমার সীমানা;
         সুদুরের পথ আছে কি জানা?


         তুমি তো নাও ইচ্ছা স্বাধীন;
        লাটাই যার তুমি তারই অধীন।
           সেই দেয় পথের ঠিকানা;
          তোমার তো নেই পথ জানা।
         সুতা নিয়ে যত করো টানাটানি;
             পথ পাবে না খুঁজে জানি।  


         সুতা ছিঁড়ে যদি যেতে চাও তুমি;
           তোমার স্থান হবে চারণভূমি।
              আকাশে পাবে না স্থান;
           হারিয়ে ফেলবে মূল্যবান জান।
                সুতায় বাঁধা এ জীবন;
           লাটাই ওয়ালা করে নিয়ন্ত্রণ।
            তারিখ: ১৬-০৯-২০২৩ ইং;