.
       আধুনিক বিজ্ঞান এনেছে জীবনে গতি;
            নিয়েছে কেঁড়ে সুখানুভূতি।
              সন্তানের সুখের ছোঁয়া;
   পায়না মাতা, মোবাইল ফোনে বিলায় দোয়া।
            যখন ছিলনা মোবাইল ফোন;
          সদা-সর্বদা অস্থির ছিল মাতার মন।
      কেটেছে সারাটা দিন, আর বিনিদ্র রজনী;
   সন্তানের চিঠির অপেক্ষায়, কেঁদেছেন আপনি।


     ডাক পিয়ন দেখা পেলে সুধায় বারে বারে;
          খোকার চিঠি আছে তোমার ধারে।
                 পিয়ন মাথা নাড়ে;
      মায়ের অন্তর কাঁদে, বিয়োগ ব্যথার ভারে।
                যদি পায় চিঠি খানা;
           ময়ের মন খুশিতে আটখানা।
        গালে, ঠোঁটে, বুকে ছোঁয়ায় শতবার;
    কম্পিত হাতে সযত্নে খোলে লেফাফা তার।


   ক্ষীণ দৃষ্টি, ছানিপড়া দু'টি চোখ জলেতে ভরা;
      বারে বারে পড়ে, তবু হয়না শেষ, পড়া।
          স্বযতনে রাখে বালিশের তলে;
   সময় পেলেই পড়ে আর ভাসে চোখের জলে।
           চিঠিতে পায় ছেলের ছোঁয়া;
     দু'হাত তুলে মাঙ্গে ছেলের জন্য দোয়া।
   প্রতিটা চিঠি বাক্সে রাখে সাজিয়ে স্বযতনে;
আবার নতুন চিঠির তরে, অপেক্ষার প্রহর গোণে।
                তারিখঃ ১৯-০১-২০২৩ ইং;