নদীতে এখন ভাটার টান;
                    কে ধরবে এখন হাল।
কে গাইবে ভাটিয়ালি গান।
                এখন তো সময় বিকাল।


স্রোতের উজানে গন্তব্য পথ;
             উল্টো বাতাস অচল পাল।
নদীতে ভাটার প্রচণ্ড টান;
      ডুববে তরী শক্ত হাতে ধর হাল।


প্রথম প্রহরে করেছি যাত্রা,
                 ছিল দিনের সূর্যালোক।
অনুকূলে বয়েছিল বাতাস,
                  ছিল নাক রোগ শোক।


জীবনের মধ্যাহ্নে ছিল শক্তি;
                 তখন ছিল প্রচণ্ড গতি।
মনে ছিল যুদ্ধ জয়ের সাহস,
          ভাবতাম জগতের অধিপতি।


অসময়ে প্রতিকূলে চলা;
                  বড়ই কঠিন সে কাজ।
ভাঙ্গা নৌকায় দিতে হবে পারি;
             কোথা পাব তারুণ্য সাজ।


তিমির রাতে উঠবে ঝড়,
              চলতে হবে উজান পানে;
আঁধারে হারিয়ে যাবে পথ,
       কেমনে দিব পারি ভাঙ্গা যানে?


শেষ হয়ে এলো জীবনের খেলা,
                  এখন তো পড়ন্ত বেলা;
পারব না করতে প্রতিরোধ,
          শক্তি নেই করব মোকাবেলা


ডুবছে সূর্য হবে দিবা অবসান,
       এখনি ঘনিয়ে আসবে আঁধার;
জীবন নদীতে ভাটার টান;
     কূলে ভেড়াও তরী হবে না পার।
তারিখ: ২৩-০৮-২০২৩ ইং;