এই দুনিয়ার সবাই ভালোবাসার কাঙ্গাল;
ভালোবাসা খোঁজে ঘোরে সকাল বিকাল।
আঁতুড় ঘরের শিশু, সেও চায় মায়ের ভালোবাসা;
মায়ের ভালোবাসা বিনে মেটে না তার পিপাসা।
না থাকলে ভালোবাসা থাকে না আশা;
মানুষের মাঝে বিরাজ করে হতাশা।
ভালোবেসে করে নাও আপন;
দুনিয়াটা হবে স্বর্গ সম, পূর্ণ হবে মানব জীবন।


ভালোবাসা ছাড়া সাধের দাম্পত্য জীবন;
এক ঘরে, এক বিছানায় থেকেও হয় না আপন।
সদা চলতে থাকে ঝগড়া;
একজন আরেকজনের কাজে দেয় বাগড়া।
সন্তানের মানসিক বিকাশ হয় বাধাগ্রস্থ;
নিরাপত্তাহীনতায় সন্তান হতে পারে নেশাগ্রস্থ।
দাম্পত্য জীবনে বিশ্বস্ততা বড় দরকার;
ভালোবাসা বিনে কে বইবে বিশ্বস্ততার ভার?


রাষ্ট্র-সমাজ সবখানে চাই ভালোবাসা;
তবেই দূর হয়ে যাবে সকল হতাশা।
মানুষের মনে উঠবে গড়ে আস্থা আর বিশ্বাস;
প্রাণ ভরে নেবে সবাই নিঃশ্বাস।
সবখানে বইবে ভালোবাসার সুবাতাস;
হৃদয়ে হৃদয়ে বইবে ফুলেল সুবাস।
ঘরে জ্বলবে প্রদীপ, মনে থাকবে আশা;
পৃথিবীময় বিরাজ করবে, স্বর্গীয় ভালোবাসা।
তারিখ: ০৪-০৫-২০২৩ ইং;