স্রষ্টা যা কিছু করেছেন সৃষ্টি, এ ধরাধামে;
মানুষই সবার সেরা, তার কর্ম আর নামে।
আকাশ-বাতাস, পানি, সাগর-নদী, তরুলতা;
সব কিছুই হয়েছে সৃষ্টি, ভেবে মানুষের কথা।
এইযে মূর্তিমান বিভীষিকা, করোনা ভাইরাস,
সৃষ্টি তার, ধরতে মানুষের অহংবোধের রাশ;
মন্দ বিনে ভালর কদর, বুঝতে কি পারা যায়?
আঁধার আছে বলেই, আলো তার মূল্য পায়।


কোটি কোটি প্রাণীর আবাসন, এই ধরাধাম;
মেধা, দক্ষতা, শক্তিতে সেরা মানুষের নাম।
খাদ্য আর যৌনতাই শুধু, অন্য প্রাণীর ভাবনা;
মানুষ সেখানে করছে, উন্নত জীবনের সাধনা।
অন্যরা খাদ্যের জন্য, চেয়ে রয় প্রকৃতির পানে;
কিভাবে হবে খাদ্য উত্‍পাদন, মানুষ তা' জানে।
মানুষ বাসা বাঁধে, বহুবিধ সুখ সামগ্রীর নিয়ে;
সাজায় ঘর টিভি, ফ্রিজ, এসি কতকিছু দিয়ে?


হিংস্র প্রাণী বলি তারে, যে খায় অন্যের মাংস,
মোরাও তাই করি, তবে কি মানুষ তাদের বংশ?
ওরা মাংস ভক্ষণ করে, প্রাণ বাঁচানোর জন্য;
উদর পুর্তি পর হয়ে যায় শান্ত, ভাবেনা অন্য।
মানুষ মাংস খায় ও জমায় ভবিষ্যতের তরে;
শুধু কি তাই, বিনা কারণেও তারা হত্যা করে।
মানুষ করে শ্রেণীভেদ, উঁচু-নিচু, আপন-পর;
তারা অহংকারী, তারা নিষ্ঠুর, তারা ভয়ংকর।


নানা আবিষ্কারকে মানুষ হয়ে আছে বিভোর;
এখন তাদের বাসনা, মঙ্গল গ্রহে বাঁধবে ঘর।
মানুষ অনন্য; ধর্ম, কর্ম, দক্ষতা ও ভালবাসায়;
হিংসা-দ্বেষ বিবেচনায়ও সবাইকে ছেড়ে যায়।
তাই দরকার, মানুষের মানবীয় গুণের বিকাশ;
এ ধরা মাঝে, সর্গীয় সুখ তবেই পাবে প্রকাশ।
আসবে পূর্ণতা; জ্বালাবে তারা আলোর প্রদ্বীপ;
মানুষ হয়ে উঠবে, সত্যিকারের সৃষ্টির সেরা জীব।
                   তারিখঃ ২৯-০৮-২০২২ ইং