.       প্রকৃতিতে ঘটছে কত আজব ঘটনা;
              তার খবর রাখে ক'জনা?
               সবার চেনা ছোট্ট পাখি;
            দেখলে বাসা ফিরে না আঁখি।
         স্থাপত্য বিদ্যায় সে যে মহাপারদর্শী;
           আবহাওয়া জ্ঞানেও সে দূরদর্শী।
           হাত নেই আছে ঠোঁট পা ডানা;
     তা দিয়েই বাঁধে বাসা প্রযুক্তি তার জানা।


      তালপাতা কেটে নেয় চিকন চিকন করে;
         তা দিয়েই নিপুন ঠোঁটে বাসা গড়ে।
         ঝর ঝাপটাও আছে তার বিবেচনায়;
            ঝড়ের বিপরীতে গেট বানায়।
           বাসার নিচে থাকে দরজাখানা;
        রোদ ঝড় বৃষ্টি থেকে রক্ষা পায় ছানা।
            জোনাকি ধরে এনে রাখে ঘরে;
         তা' দিয়েই ঘরের আঁধার দূর করে।


      নেই তাদের স্কুল কলেজ নেই প্রশিক্ষণ;
           তবুও বাসা বানায় অসাধারণ।
             সুনিপুন এ আজব কারিগর;
         ঠোঁটের কারিশমায় বানায় নিজ ঘর।
          কাক হল পাখিদের মাঝে বুদ্ধিমান;
       হাসি পায় দেখে তার বাসা তৈরী জ্ঞান।
            দারুন খেলা খেলেন বিধাতা;
     ছোট্ট পাখি বাবুই এর কর্মে দিচ্ছে বারতা।
              তারিখ: ১৪-০৯-২০২৩ ইং;