যার নেই অঢেল অর্থবিত্ত, পরিচয় তার মধ্যবিত্ত।
          কিশোরীর মত দুর্বল, তার চিত্ত।
      মোটা ভাত-কাপড়ের যদিও হয়না অভাব;
  বিলগেটস তার কাছে নস্যি, দেখায় এমন ভাব।
   সাধ আছে তার, পেরে আনবে আকাশের তারা,
               সাধ্য তার দেয়না সাড়া।
          ইচ্ছে করে ঘুরতে যাবে জেনেভা;
  জোটেনা ভাগ্যে তার, ঘরের পাশের সোনার গাঁ।


  মধ্যবিত্ত বন্ধু যারা, থাকে তারা, লাজে আধমরা;
         যতই অনটন থাকুক, দেয়না ধরা।
করছে প্রেম, তাই করবে বন্ধ, মেয়ের লেখাপড়া;
      ইজ্জতের বারটা বাজে, পরলে হাতকড়া।
  বানালে বাড়িখান, করেনা তারা শিরির আস্তরণ;
             গাড়ি কিনে, ড্রাইভার বিহীন।
            রিক্সার ভাড়া নিয়ে করে ঝগড়া;
দোকানেও চলে তার দর কষাকষি, নানা বাগড়া।


মধ্যবিত্ত, সন্তানের স্কুলের খরচ, অতি কষ্টে সারে;
         প্রাইভেট টিউশনির খরচ নাহি পারে।
              গরমে ঘাম ঝড়ে, ঝড় ঝড়;
  বিদ্যুৎ বিল বাড়বে, তাই এসির সুইস বন্ধ তার।
               ঈদ পুজায় বাজারে যায়;
  সবার জন্য কেনার পর, কর্তা কিছুই নাহি পায়।
      বউ সন্তান কারও চাহিদাই, হয় না পুরন;
দেহের চেয়ে কম্বল ছোট,এটাই মধ্যবিত্তের জীবন।
            তারিখঃ ১০-১২-২০২২ ইং;